Logo

যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৮:৪৯
21Shares
যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি
ফাইল ছবি

বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা)-এর পরিসংখ্যান বলছে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি মোট ৫ দশমিক ৩০ শতাংশ কমলেও একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ।

তুলনামূলকভাবে দেখা যায়, বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ চীনের পোশাক রপ্তানি কমেছে ১৮ দশমিক ৩৬ শতাংশ। তবে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩২ দশমিক ৯৬ ও ৩৪ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে ইন্দোনেশিয়ার রপ্তানি হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ, আর কম্বোডিয়া বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞাপন

ওটেক্সার তথ্য অনুযায়ী, ইউনিট মূল্যের দিক থেকেও বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের সার্বিক আমদানি মূল্য কমেছে ১ দশমিক ৭১ শতাংশ, সেখানে বাংলাদেশের ইউনিট মূল্য বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। তুলনামূলকভাবে চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩ দশমিক ৮০ ও ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

বিপরীতে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৬৪, ৭ দশমিক ৩৮ ও ৩৮ দশমিক ৩১ শতাংশ।

বিজ্ঞাপন

শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারের প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশ এমন একটি মূল্যমান ধরে রাখতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রের গড় ইউনিট মূল্যের সঙ্গে প্রায় সমানতালে রয়েছে। এটি দেশের পোশাক খাতের স্থিতিশীলতা ও মানোন্নয়নের প্রতিফলন বলেও তারা মন্তব্য করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD