সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর অর্থ, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি
গত বছরের একই সময়ের তুলনায় এ বছ বৃদ্ধি বিশেষভাবে চোখে পড়ার মতো। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রায় ১০৫ কোটি ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে।
আগের মাসগুলোর প্রবাহের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
বিজ্ঞাপন
ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈধ চ্যানেলে প্রবাসী আয়প্রবাহ বেড়েছে। এ ছাড়া ডলারের উচ্চ দামও বৈধপথে প্রবাসী আয় পাঠাতে উৎসাহিত করছে। এসব কারণে কয়েক মাস ধরেই রেমিট্যান্স আয় বেড়েছে। এর ব্যতিক্রম হয়নি চলতি সেপ্টেম্বর মাসেও।
আরও পড়ুন: দেশের বাজারে ভরিপ্রতি সোনার নতুন দর
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। ঘরোয়া চাহিদা, বিনিয়োগ ও চলতি ব্যয়ের ভারসাম্যে এই প্রবাসী আয় দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখে।
বিজ্ঞাপন