Logo

অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২১:৩৬
12Shares
অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা
ড. সালেহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, বর্তমানে অর্থনীতি স্বস্তির মধ্যেই আছে এবং সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কিছু নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে কারণেই আমরা কিছুটা আত্মবিশ্বাসী।”

সকালে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের দারিদ্র্যের হার বেড়েছে -এমন প্রশ্নে তিনি বলেন, “আমি এখন তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে কি না সেটা বিশ্লেষণ করতে হলে অনেক দিক দেখতে হয়। আমি জানি ওরা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে, তাদের নিজস্ব বেস ও পদ্ধতি আছে।”

বিজ্ঞাপন

আমেরিকার শুল্কনীতির প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, “শুল্ক ইতোমধ্যে কার্যকর হয়েছে। যে সিলিং দিয়েছে, সেটা নতুন কোনো প্রভাব ফেলছে না। আমরা ইতিমধ্যে চার বিলিয়ন ডলার পরিশোধ করেছি।”

নতুন পে-স্কেল চালুর পরিকল্পনা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এটা পরে দেখা হবে, সময়মতো জানানো হবে।”

অন্যদিকে চীন থেকে ২৭ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট বিমান কেনার বিষয়ে প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা স্পষ্টতই কোনো মন্তব্য করতে চাননি।

বিজ্ঞাপন

সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, “জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।”

সূত্রমতে, সরকার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে এসব যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় রয়েছে। একেকটি বিমানের প্রাক্কলিত মূল্য প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার, সব মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থবছরে ধাপে ধাপে এ অর্থ ব্যয় হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে ওয়াশিংটন সফর প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ জানান, “আইএমএফ, এডিবি ও বিশ্বব্যাংকের সঙ্গে চলমান প্রকল্প এবং ঋণ চুক্তি নিয়েই মূলত আলোচনা হবে। নতুন কোনো বড় সিদ্ধান্ত এবার নেওয়া হচ্ছে না। নতুন সরকার আসার পর বড় অর্থনৈতিক সিদ্ধান্ত তারা নেবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD