Logo

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে রূপপুর প্রকল্পের ১৮ টন সরঞ্জাম পুড়ে ছাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৭:১৮
17Shares
বিমানবন্দরের অগ্নিকাণ্ডে রূপপুর প্রকল্পের ১৮ টন সরঞ্জাম পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্তত ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে।

বিজ্ঞাপন

গত ৬ দিন আগে রাশিয়া থেকে আসা এসব মালামাল রবিবার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল। মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে রূপপুর প্রকল্প ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়াল্টনসহ একাধিক প্রতিষ্ঠানের আমদানি করা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫ দিন খালাস করা হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রবিবার বিজিএমইএ ও বিকেএমইএ’র প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, ভেতরের কাঠামো খোপ খোপ হওয়ায় ও বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD