Logo

ডাচ্-বাংলা ব্যাংক ও লাইফ ইন্স্যুরেন্স যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স দাবি হস্তান্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ১৮:৩৪
11Shares
ডাচ্-বাংলা ব্যাংক ও লাইফ ইন্স্যুরেন্স যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স দাবি হস্তান্তর
ছবি প্রতিনিধি।

ডাচ্-বাংলা ব্যাংক এবং এর সহযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, একজন গ্রাহকের মর্মান্তিক মৃত্যুর পর তাদের প্রথম বীমা দাবি হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বীমা দাবী হস্তান্তর সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

মৃত পলিসি হোল্ডারের নমিনীর নিকট বিমা দাবীর একটি চেক হস্তান্তর করা হয়।

ডিবিবিএল বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এবং আরও বেশি সংখ্যক মানুষকে বীমা কভারেজের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলছে। ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত ডিবিবিএল মোট ৮,৩০৬টি পলিসি বিক্রি করেছে এবং ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বর্তমানে এর বাজার অংশীদারিত্ব ৪১%, যা বাংলাদেশের ব্যাংকগুলির মধ্যে সর্বোচ্চ।

বীমা দাবী হস্তান্তর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. জে. আজিম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানটি সারা দেশে গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের জন্য ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD