Logo

বিশ্ববাজারে ফের কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৫, ১৮:৩৮
143Shares
বিশ্ববাজারে ফের কমেছে সোনার দাম, দেশে ভরি কত?
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আরেক দফা সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। তবুও টানা তৃতীয় মাসের মতো সোনা এখনো লাভের ধারায় রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯ দশমিক ২৪ ডলার। মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ২০ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে থাকায় ডলারে নির্ধারিত সোনা অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কড়া মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, যার ফলে সোনার ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে। তবে ফেড চেয়ারম্যান পাওয়েল ইঙ্গিত দেন, ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে কর্মকর্তারা এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে আরও একটি হার কমানোর সম্ভাবনা এখন ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশেরও বেশি।

বিজ্ঞাপন

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে সোনার নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা কমেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে; বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল বাণিজ্য দমন ও মার্কিন সয়াবিন আমদানি পুনরায় শুরু করবে।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে সোনার বাজার এখনো ইতিবাচক।

একই সময় স্পট সিলভার ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০২ ডলার, প্লাটিনাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৫৯৬ দশমিক ৬০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৬০ দশমিক ৯৫ ডলারে লেনদেন হয়।

বিজ্ঞাপন

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD