Logo

আজ প্রাইজবন্ডের ১২১তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১১:২২
960Shares
আজ প্রাইজবন্ডের ১২১তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার (২ নভেম্বর)। ভাগ্যবান বিজয়ীরা এবারও পাবেন আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞাপন

সমাজে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগে আগ্রহ তৈরি করার লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এই বন্ড যেকোনো সময় ক্রয় ও ভাঙানো যায়, যা অনেকের জন্যই একটি জনপ্রিয় সঞ্চয়পদ্ধতিতে পরিণত হয়েছে।

প্রাইজবন্ডের পুরস্কার কাঠামো অনুযায়ী- প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা, এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন।

বিজ্ঞাপন

ঘোষিত নম্বর অনুযায়ী প্রতিটি সিরিজের একই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বিবেচিত হয়।

নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া বন্ডগুলোই সেই ড্রয়ের আওতাভুক্ত থাকে। এছাড়া, আয়কর আইন ২০২৩ অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।

বিজ্ঞাপন

প্রতি বছর চারবার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়- ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর। নির্ধারিত তারিখে যদি সরকারি ছুটি বা সাপ্তাহিক বন্ধ থাকে, তবে ড্রটি পরবর্তী কার্যদিবসে অনুষ্ঠিত হয়।

আজকের ড্রয়ের মাধ্যমে আবারও কয়েকজন নাগরিকের হাতে আসতে পারে লক্ষাধিক টাকার পুরস্কার। সঞ্চয়ের এই জনপ্রিয় প্রকল্পে দেশের নানা প্রান্তে আগ্রহী মানুষের মধ্যে উৎসুক প্রতীক্ষা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD