Logo

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৭:০৬
11Shares
সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ
ছবি: সংগৃহীত

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বিজ্ঞাপন

এতে খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বেড়ে হতে পারে ১৯৮ টাকা ২৭ পয়সা। খোলা সয়াবিন তেলের দামও ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, এলসি মূল্য বেড়ে যাওয়া এবং ডলারের বিনিময় হার ১২২ টাকা ৬০ পয়সা ছাড়িয়ে যাওয়াকে এর প্রধান কারণ বলা হয়েছে।

বিজ্ঞাপন

নভেম্বরের শুরুতে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৬২ ডলার এবং পাম তেল ১ হাজার ৩৭ ডলার। টিসিবির হিসেবে গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম ইতোমধ্যে ১৪ শতাংশ বেড়েছে।

বছরের শেষ দিকে এসে তেলের দাম আরেক দফা বৃদ্ধি পেলে সাধারণ ভোক্তার ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD