Logo

নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বাজারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২০:২৮
14Shares
নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বাজারে
ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশে বাজারে প্রথমবারের মতো নতুন নকশার ৫০০ টাকার নোট ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটটি প্রথমে রাজধানীর মতিঝিল অফিস থেকে বিতরণ শুরু হবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য ব্যাংক ও শাখা থেকেও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২ ডিসেম্বর) জানায়, নতুন ৫০০ টাকার নোটে “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” সিরিজের নকশা ব্যবহার করা হয়েছে। নোটের সামনের পাশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলা, যা পাতা ও কলিসহ দেখানো হয়েছে। পেছনের পাশে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিত্র।

নোটে নিরাপত্তার জন্য ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, যা নোট নাড়ালে ডান পাশে থাকা ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে। এছাড়া নোটে লাল ও স্বর্ণালী পেঁচানো নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে।

বিজ্ঞাপন

দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে নোটের ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। শহীদ মিনার ও মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা হয়েছে, যা স্পর্শে উঁচু মনে হবে। নোটে নির্দিষ্ট কোণে লুকানো ‘৫০০’ এবং বিশেষ আলোতে দৃশ্যমান লাল, নীল ও সবুজ তন্তুও সংযোজন করা হয়েছে।

নতুন নোটের স্বাক্ষর থাকছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও বর্তমান প্রচলিত নোট ও কয়েন আগের মতোই ব্যবহারযোগ্য থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা (অবিনিময়যোগ্য) ৫০০ টাকার নোটও মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

এর আগে এই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে। নতুন ৫০০ টাকার নোট মুদ্রণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিটি নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্য আরও আধুনিক করেছে, যা জালিয়াতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD