আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট, যেভাবে চেনা যাবে আসল-নকল

বাংলাদেশে প্রথমবারের মতো নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নতুন নোট বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে প্রচলনে আসছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন ডিজাইন ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক সিরিজের অংশ হিসেবে ৫০০ টাকার নোটের আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মি.মি. x ৬৫ মি.মি। নোটের সম্মুখভাগে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। পেছনে মুদ্রিত আছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ছবি।
নোটটিতে রয়েছে ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. নোটের সম্মুখভাগের ডান কোণায় রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত ‘৫০০’, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।
বিজ্ঞাপন
২. লাল রঙ ও স্বর্ণালী বারের সমন্বয়ে পেঁচানো (Twisted) নিরাপত্তা সুতা, যা আলোর বিপরীতে রঙধনুর রূপান্তর প্রদর্শন করে।
৩. হাতের স্পর্শে অসমতল বৃত্ত ও ইন্টাগ্লিও মুদ্রণ, যা কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও অন্যান্য অংশে স্পর্শে বোঝা যায়।
বিজ্ঞাপন
৪. UV fluorescence ও Microprint ব্যবহার করা হয়েছে যা যথাযথ যন্ত্র বা UV detector দিয়ে দেখা যাবে।
৫. নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অতি সূক্ষ্ম ফাইবার রয়েছে যা UV আলোতে দৃশ্যমান।
নোটটির উভয় পৃষ্ঠে UV curing varnish সংযোজন করা হয়েছে, ফলে নোটটি চকচকে অনুভূত হবে। নতুন ৫০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি ব্যবহার করা যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বাজারে
বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে, বাজারে নতুন নোট আসার সঙ্গে সঙ্গে জাল নোট ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই ব্যবহারকারীরা নতুন নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে আগেভাগেই জেনে রাখলে আসল-নকল চেনা সহজ হবে।
নতুন নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরবর্তীতে দেশের অন্যান্য ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস থেকে পাওয়া যাবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের জন্য নির্ধারিত মূল্যে Specimen নোটও পাওয়া যাবে টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে।








