সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে সুখবর দিল সরকার

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হারের ক্ষেত্রে আগের হার পুনঃপ্রযোজ্য হবে। অর্থাৎ, সম্প্রতি সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সঞ্চয়কারীরা তাদের বিনিয়োগ অনুযায়ী আগের হারের মুনাফা পাবেন, যা স্কিম অনুযায়ী সর্বোচ্চ ১১.৯৮ শতাংশ পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম এখন ১৩০৬ টাকা
বিজ্ঞাপন
পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র: প্রথম ধাপের বিনিয়োগকারীরা ৫ বছরের মধ্যে বছরক্রমে ৯.৭৪% থেকে ১১.৮৩% পর্যন্ত মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা একই মেয়াদে ৯.৭২% থেকে ১১.৮০% পর্যন্ত মুনাফা পাবেন।
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: প্রথম ধাপের বিনিয়োগকারীরা তিন বছরের মধ্যে ১০.৬৫% থেকে ১১.৮২% পর্যন্ত মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীদের হার হবে ১০.৬০% থেকে ১১.৭৭% পর্যন্ত।
পেনশনার সঞ্চয়পত্র: প্রথম ধাপের বিনিয়োগকারীদের মুনাফা ৯.৮৪% থেকে ১১.৯৮% পর্যন্ত, দ্বিতীয় ধাপে ৯.৭২% থেকে ১১.৯৮% পর্যন্ত।
বিজ্ঞাপন
পরিবার সঞ্চয়পত্র: প্রথম ধাপের জন্য ৯.৮১% থেকে ১১.৯৩%, দ্বিতীয় ধাপে ৯.৭২% থেকে ১১.৮০% পর্যন্ত।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট: প্রথম ধাপে ১০.৬৫% থেকে ১১.৮২%, দ্বিতীয় ধাপে ১০.৬০% থেকে ১১.৭৭% পর্যন্ত মুনাফা প্রদত্ত হবে।
বিজ্ঞাপন
এর আগে ৩১ ডিসেম্বর মুনাফার হারের নতুন নির্দেশনা জারি করা হয়েছিল, যা ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা ছিল। কিন্তু চার দিনের মধ্যেই সেটি বাতিল করে আগের হার পুনর্ব্যবহার করা হলো।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আর্থিক স্বার্থ সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। সঞ্চয়পত্রে আগের হারের বহাল রাখার ফলে বিনিয়োগকারীরা পূর্বের হিসাব অনুযায়ী নিরাপদ ও লাভজনক মুনাফা পাবেন।








