Logo

বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি এডিবির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ২০:৩২
বাংলাদেশকে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি এডিবির
ছবি: সংগৃহীত

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ২০২৫ সালের জন্য বাংলাদেশকে নতুনভাবে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতি ডলারকে ১২২ টাকা ৫৫ পয়সা হিসেবে ধরা হলে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১,৪৯৫ কোটি টাকা। এটি ২০২৪ সালের ১.১৮ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়ে প্রায় দ্বিগুণ।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) এডিবির ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কর্মসূচিতে কক্সবাজারে জ্বালানি, পরিবহন, ব্যাংকিং সংস্কার, নগর পরিষেবা, জলবায়ু স্থিতিস্থাপকতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং জীবিকা ও সামাজিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে সমর্থন করার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ২০২৫ সালের প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সম্পর্কের ওপর জোর দেয়।

বিজ্ঞাপন

১০টি প্রকল্পের মধ্যে মোট ২.৫৭ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রায় ৩৫ শতাংশ পরিবহন খাতে, ২৩ শতাংশ অবকাঠামোতে, ১৬ শতাংশ সরকারি খাত ব্যবস্থাপনা ও শাসন শক্তিশালীকরণে, ১১ শতাংশ জ্বালানি উদ্যোগে, ৯ শতাংশ পানি ও নগর উন্নয়নে এবং ৬ শতাংশ মানব ও সামাজিক উন্নয়নে বরাদ্দ রয়েছে।

গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৮৮ মিলিয়ন ডলারের দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা: চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ে উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়িত হলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন পরিষেবা চালু করার জন্য একটি গুরুত্বপূর্ণ রেল লাইনের উন্নয়ন নিশ্চিত করবে।

এছাড়া, ৫০০ মিলিয়ন ডলারের ব্যাংকিং খাত স্থিতিশীলকরণ ও সংস্কার কর্মসূচি এবং ৪০০ মিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো যথাক্রমে আর্থিক স্থিতিশীলতা, রেগুলেশন ও কর্পোরেট শাসন শক্তিশালীকরণ এবং জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

এডিবি জানিয়েছে, উন্নত প্রকল্প প্রস্তুতি ও পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে ২০২৫ সালে প্রকল্প বাস্তবায়নে গতি এসেছে। এডিবি অন্যান্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ৭২০ মিলিয়ন ডলার সহ-অর্থায়ন সংগ্রহে সহায়তা করেছে এবং বিদেশি বিনিয়োগ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সরকারি ঋণ ব্যবস্থাপনায় নীতিগত সহায়তা প্রদান করেছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এডিবির সার্বভৌম ও সার্বভৌম নয়—দুই ধরনের ঋণ প্রতিশ্রুতির মোট পরিমাণ ছাড়িয়েছে ৪২ বিলিয়ন ডলার। বর্তমানে দেশে এডিবির ৪৮টি সক্রিয় সার্বভৌম প্রকল্প রয়েছে, যার মোট মূল্য ১০.৮ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

২০২৬ সালের দিকে এডিবি লক্ষ্য রাখছে অর্থনৈতিক করিডর উন্নয়ন, বহুমাত্রিক লজিস্টিক্স জোরদার, সরকারি ও পুঁজিবাজার সংস্কার, বেসরকারি খাতের বিকাশ এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD