Logo

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫০
একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একদিনের ব্যবধানে নতুন করে দাম বাড়িয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকার ঘর ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। ঘোষিত দাম অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করতে হয়েছে। বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্য সরবরাহকারী নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৫ ডলারে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার সঙ্গে সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের ঘোষণায় জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৪ হাজার ৮৪১ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৩৯ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ধারাবাহিক ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ছে। এতে একদিকে যেমন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, অন্যদিকে সাধারণ ক্রেতাদের জন্য অলংকার কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD