Logo

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ, মিলবে না ২ বছরের মুনাফা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৩:০৭
৫ ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ, মিলবে না ২ বছরের মুনাফা
ছবি: সংগৃহীত

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫—এই দুই বছরে এসব ব্যাংকের আমানতের ওপর কোনো মুনাফা প্রদান করা হবে না। আন্তর্জাতিক ব্যাংক একীভূতকরণ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে পাঁচটি ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সংশ্লিষ্ট সব আমানতকারীর হিসাব নতুন করে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের সময় আমানতের একটি অংশ সমন্বয়ের জন্য হেয়ারকাট পদ্ধতি প্রয়োগ করা হয়। সেই অভিন্ন নীতির আলোকে দেশের ব্যাংক খাতেও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

যেসব ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একত্রিত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংকে রূপ নিচ্ছে।

একীভূতকরণ সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের সম্পদ, দায় ও জনবল নবগঠিত এই ব্যাংকের আওতায় আসবে এবং ধাপে ধাপে পুরোনো ব্যাংকগুলো বিলুপ্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবেই সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য কোনো আমানতের ওপর মুনাফা গণনা করা হবে না। নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ক্ষেত্রে উল্লিখিত দুই বছরের মুনাফা বাদ দিয়েই হিসাব চূড়ান্ত করা হবে। রেজুলেশন স্কিম সঠিকভাবে বাস্তবায়নের জন্য দ্রুত এ পুনর্গণনা শেষ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত স্কিম অনুযায়ী, নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন হিসেবে সরবরাহ করেছে, যা ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া পাঁচ ব্যাংকের আমানতকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি অংশ থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা ‘খ’ শ্রেণির শেয়ারে রূপান্তর করা হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানত থেকে আরও সাড়ে ৭ হাজার কোটি টাকা ‘গ’ শ্রেণির শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কিম অনুযায়ী, নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। একীভূতকরণ কার্যকর হওয়ার পর পাঁচ ব্যাংকের ২ লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলন করা যাবে। তবে ২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে, যা সর্বোচ্চ দুই বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য হবে এবং অন্যান্য স্থায়ী আমানত নির্ধারিত সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন বা দীর্ঘমেয়াদে রূপান্তরিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD