Logo

বলিউডের প্রখ্যাত অভিনেতা মঙ্গল ধিলোঁ মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২৪:০০
41Shares
বলিউডের প্রখ্যাত অভিনেতা মঙ্গল ধিলোঁ মারা গেছেন
ছবি: সংগৃহীত

এটা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পড়ি জমিয়েছেন জুনুন ও বুনিয়াদ খ্যাত প্রবীণ অভিনেতা মঙ্গল ধিলোঁ। রবিবার (১১ জুন) তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গেল কয়েকদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠে। মঙ্গল  ধিলোঁর মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেতা যশপাল শর্মা ।

বিজ্ঞাপন

এদিকে, আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল টুইটে লিখেছেন, “প্রখ্যাত অভিনেতা, লেখক, পরিচালক এবং পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রির প্রযোজক মঙ্গল ধিলোঁর প্রয়াণের খবরে শোকাহত। এটা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি। তার সুদৃঢ় কণ্ঠস্বর ও নাট্য প্রদর্শনগুলো মিস করবেন অনেকেই। পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছোট এবং বড় পর্দায় চুটিয়ে কাজ করেছেন মঙ্গল ধিলোঁ। ১৯৮৬ সালে বুনিয়াদ-এ লুভায়া রামের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এরপর ১৯৮৮ সালের সিনেমা খুন ভরি মাঙ্গ-এ একজন উকিলের ভূমিকায় অভিনয় করেন, যাতে রেখা ছিলেন প্রধান চরিত্রে। ১৯৯৩ সালে জুনুনের সঙ্গে ফের ফেরেন টিভি-তে। ২০০০ সালে টিভি শো নুরজাহানে তাকে দেখা গিয়েছিল আকবরের চরিত্রে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো প্যায়ার কা দেবতা, রণভূমি, দিল তেরা আশিক, ট্রেন টু পাকিস্তানের মতো হিট সিনেমা। তাকে ২০০৩ সালে ফারদিন খান-অভিনীত জানশিনেও দেখা গিয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD