Logo

৫০০ কোটির ঘর ছাড়াল জওয়ান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০৫
61Shares
৫০০ কোটির ঘর ছাড়াল জওয়ান
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের এই সিনেমা বলিউডের এ বছরের তৃতীয় ছবি, যেটি ৩০০ কোটি অতিক্রম করল।

বিজ্ঞাপন

‘পাঠান’র পর এবার বিশ্বব্যাপী ঝড় তুলেছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির ৫ দিনেই  বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমা। 

শাহরুখ খানের এই সিনেমা বলিউডের এ বছরের তৃতীয় ছবি, যেটি ৩০০ কোটি অতিক্রম করল। ভারতীয় গণমাধ্যমের খবর জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৫২০.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান। 

বিজ্ঞাপন

কিং খানের এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি মুক্তি পায় বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর)। শুরুতেই পাঠানের রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে ওপেনিংয়ে রেকর্ডটি ছিল পাঠানের দখলে। প্রথম দিনে ৫৭ কোটি আয় করেছিল জওয়ান। সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গণ্ডি ছোঁয় জওয়ান।

বিজ্ঞাপন

তথ্য অনুসাযায়ী, জওয়ান ভারতে পঞ্চম দিনে সকল ভাষায় ৩০ কোটির ব্যবসা করেছে। জওয়ান প্রথম দিনে ৭৫ কোটি (হিন্দি: ৬৫.৫ কোটি, তামিল: ৫.৫ কোটি এবং তেলেগু: ৪ কোটি) উপার্জন করেছে। দ্বিতীয় দিনে ৫৩.২৩ কোটি (হিন্দি: ৪৬.২৩ কোটি, তামিল: ৩.৮৭ কোটি, তেলেগু: ৩.১৩ কোটি)। তৃতীয় দিনে ৭৭.৪৩ কোটি (হিন্দি: ৬৮.৭২ কোটি, তামিল: ৫.৩৪ কোটি, তেলেগু: ৩.৭৭ কোটি) এবং দিনে ৮০.১ কোটি (হিন্দি: ৭১.৬৩ কোটি; তামিল: ৫ কোটি; তেলেগু: ৩.৪৭ কোটি) চার এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘পাঠান’র পর এবার বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের ‘জওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরই রীতিমতো বক্সঅফিস কাঁপাচ্ছে শাহরুখ অভিনীত এই সিনেমা। বক্স অফিসে প্রথম দিনেই ৩০০ কোটির ঘর ছাড়িয়েছে ‘জওয়আন’।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD