Logo

নতুন সিনেমায় শরিফুল রাজ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:৩৭
57Shares
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছবি: সংগৃহীত

ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ।

বিজ্ঞাপন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। সিনেমার নাম ‘ওমর’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মোস্তফা কালাম রাজ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়া কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সেও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ।

বিজ্ঞাপন

মোস্তফা কালাম রাজ আরও লেখেন, আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি ভীষণ খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসঙ্গে আসছি।

বিজ্ঞাপন

জানা গেছে, মাস্টার কমিউনিকেশনস ব্যানার সিনেমাটি নির্মাণ করা হবে। এটি প্রযোজনা করছেন খোরশেদ আলম।  সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ‘ওমর’ সিনেমাটি পরিচালনা করবেন তরুণ প্রজন্মের নির্মাতা রাজ। এর সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ এবং সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন এই ছবিতে শরিফুল রাজ ছাড়া এতে অভিনয় করবেন  শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। শনিবার পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন পরিচালক রাজ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD