Logo

নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এই আসনের মান রাখবো: ফেরদৌস

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৬
51Shares
নিজের শেষ রক্তবিন্দু দিয়ে এই আসনের মান রাখবো: ফেরদৌস
ছবি: সংগৃহীত

নির্বাচনী জনসভায় অংশ নেনে এ অভিনেতা

বিজ্ঞাপন

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর থেকে (নৌকা প্রতীকে) নির্বচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন বছরের প্রথমদিন সোমবার (১ জানুয়ারি) বিকেল বেলায় রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় অংশ নেনে এ অভিনেতা।

জনসভায় বক্তব্য দিতে গিয়ে ফেরদৌস বলেন, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ঢাকা-১০ আসনের মান-সম্মান বজায় রাখবো। আমি ব্যারিস্টার ফজলে নূর তাপসের দেখানো পথেই হাঁটছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তিনি ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের সভাপতিসহ দলীয় সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা-১০ আসনকে সাজানো বাগান আখ্যায়িত করে, আর নিজেকে সে বাগানের ‘মালি’ আখ্যা দেন ফেরদৌস আহমেদ।

ফেরদৌস আরও বলেন, আমি মনে-প্রাণে এটা বিশ্বাস করি, ঢাকা-১০ আসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন। যদি আমি নির্বাচিত হয় এই আসনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করতে চাই।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD