Logo

আমি তাকে মা মনে করি: দিঘী

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:৩৪
91Shares
আমি তাকে মা মনে করি: দিঘী
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সোশ্যাল মিডিয়ায় শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

ঢালিউডের সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শাবনূর। অপরদিকে প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। তবে বাবা-মার পরিচয়ে নয়, তিনি সবার কাছে পরিচিতি পেয়েছেন নিজের গুণেই। সম্প্রতি সময়ে বেশ কিছু সিনেমায় নায়িকা চরিত্রেই কাজ করতে দেখা গেছে এই তারকা কন্যাকে।

ছোট বেলাতেই দীঘি মা দোয়েলকে হারিয়েছেন। এরপর থেকে বাবার কাছেই বড় হয়েছেন তিনি। প্রায় সময়েই এই অভিনেত্রীর কণ্ঠে আক্ষেপ শোনা যায় মাকে নিয়ে। তবে সম্প্রতি দীঘি জানালেন, চলচ্চিত্রেও একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি। সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সোশ্যাল মিডিয়ায় শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই লিখেছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে একসঙ্গে হয়েছেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন দুই প্রজন্মের দুই তারকা। সামাজিকমাধ্যমে ছবিটি শেয়ার করে দীঘি লেখেন, “আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।” সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

বিজ্ঞাপন

দীঘি যে কারণে এমনটা মনে করছে তা হলো এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, তখন তিনি শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  ২০০৮ সালের কথা। তখন মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় অভিনয় করেন দীঘি। এই সিনেমায় অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD