Logo

খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১০
70Shares
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ মারা গেছেন
ছবি: সংগৃহীত

পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) মারা গেছেন

বিজ্ঞাপন

খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রখ্যাত এই গায়ক।

পঙ্কজ উদাসের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) মারা গেছেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, সোমবার বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান এই গায়ক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিগত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। 

পঙ্কজ উদাস ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি সংগীত দুনিয়ায় পা রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময় ধরে। ৮০'র দশককে মুগ্ধ করে রেখেছিলেন শিল্পী পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘না কাজরে কি ধার’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘আহিস্তা’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ জোগায়। ‘নশা’, ‘হসরত’, ‘হামসফর’ ‘পয়মানা’,-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে এই শিল্পীর ঝুলিতে। সূত্র: আনন্দবাজার

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD