নতুন ছবির ঘোষণা দিলেন সালমান খান

খুব শিগগিরই নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা
বিজ্ঞাপন
বলিউডের সুপারস্টার সালমান খান। সম্পূর্ণ বছরজুড়ে প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। একার ভক্তদের জন্য সুখবর দিলেন সালমান। খুব শিগগিরই নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা ।
মঙ্গলবার (১২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই জানিয়েছেন সালমান খান। এদিন নিজের ভেরিফায়েড সোশাল পেজে এই অভিনেতা লেখেন, খুব আকর্ষণীয় একটা সিনেমার জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদ ওয়ালার সাথে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা আশা করছি। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় নতুন ছবিতে অভিনয় করবেন সালমান খান। সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি প্রযোজনা করবেন।
এদিকে সালমানের এই ঘোষণার পরই বলিউডে জুড়ে আলোচনা শুরু হয়েছে। এই ইন্ডাস্ট্রির একাংশের ভাষ্য, চলতি বছরে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় সিনেমার ঘোষণা হয়েছে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে সালমানকে অভিনয় করতে দেখেছেন দর্শক। ‘জুড়ুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘কিক’র মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি।
বিজ্ঞাপন
এমএল/