Logo

আলিয়া ভাটের ৩১তম জন্মদিনে অজানা কিছু তথ্য রইল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মার্চ, ২০২৪, ২২:২৮
63Shares
আলিয়া ভাটের ৩১তম জন্মদিনে অজানা কিছু তথ্য রইল
ছবি: সংগৃহীত

আলিয়া ছাড়াও এটার জন্য ৪০০ জনের মত অডিশন দিয়েছিল

বিজ্ঞাপন

করণ জোহার নির্মিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাটের। এরপর দেখতে দেখতে কেটে গেছে ১২ বছর। এখন সেই ১৯ বছরের ছোট আলিয়া বলিউড তো বটেই হলিউডেও নিজের প্রতিভায় পরিচিতি করে নিয়েছে। এক শিশুসন্তানের জননী ও অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া খুব কম সময়েই দক্ষ একজন অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের প্রতিষ্ঠা পেয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) ছিল এই শোবিজ তারকার জন্মদিন। রইল তার সম্পর্কে অজানা কিছু তথ্য।

বিজ্ঞাপন

 

ছোটবেলায় এই অভিনেত্রী এতটাই গোলগাল ছিল যে ওঁকে ওঁর বাবা মহেশ ভাট আদর করে আলু বলে ডাকতেন।

বিজ্ঞাপন

স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে নয়, আলিয়ার বড় পর্দায় ডেবিউ হয় ১৯৯৯ সালে। সংঘর্ষ ছবিতে প্রীতি জিন্তার ছোটবেলার চরিত্রে আলিয়া অভিনয় করেছিলেন।

বিজ্ঞাপন

 

তারজন্য স্টুডেন্ট অব দ্য ইয়ারের শানায়া মালহোত্রা চরিত্রটি পাওয়া মোটেও সহজ ছিল না। আলিয়া ছাড়াও এটার জন্য ৪০০ জনের মত অডিশন দিয়েছিল।

 

বিজ্ঞাপন

চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই শিখেছেন তিনি। উড়তা পাঞ্জাব-এ ড্রাগের নেশায় বুঁদ এক হকি প্লেয়ারের চরিত্রেও অভিনয় করেন আলিয়া। এই চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আলিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত ভাবে জীবনযাপন করতেন।

বিজ্ঞাপন

 

সিনেমা রিলিজের আগের পাঁচদিন অ্যাংজাইটিতে ভোগেন এই নায়িকা। একটি সাক্ষাৎকারে তিনি জানান, আমি সবাইকে বলেছিলাম, আমরা সিনেমা শ্যুট করে অন্য প্ল্যানেটে পাঠিয়ে দিতে কেন পারি না? তাহলেত আর এতো টেনশন থাকে না।

 

বিজ্ঞাপন

অভিনেত্রী না হলে আলিয়া ভাট পার্টি অরগানাইজ করতেন। কেননা তিনি যে কোনো জিনিস পরিপাটি করে রাখতে বেশ পছন্দ করেন।

 

জীবনের শেষ খাবার কী? জানতে চাইলে আলিয়া বলেন, আলিয়া খুব আনহেলদি কিছু খেতে চান। যেমন বার্গার পিৎজা এইসব।

বিজ্ঞাপন

 

২০১৯-এ 'কলঙ্ক' ছবির জন্য এক বছর কত্থক শিখেছিলেন আলিয়া ভাট। এখন এই অভিনেত্রী প্রফেশনাল কত্থক ডান্সার।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD