Logo

আইটেম গানে শ্রীলেখা মিত্র

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মার্চ, ২০২৪, ০৫:০০
100Shares
আইটেম গানে শ্রীলেখা মিত্র
ছবি: সংগৃহীত

তারই ধারাবাহিকতায় এবার আইটেম গানে নাচলেন তিনি

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের ঠোটকাটা অভিনেত্রী হিসেবে বেশ সুনাম রয়েছে শ্রীলেখা মিত্রের। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও এখনও খোলামেলা রূপে ঝড় তুলতে পারেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় এবার আইটেম গানে নাচলেন তিনি। 

তার পরবর্তী ছবির নাম ‘নেগেটিভ’। এ ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন শ্রীলেখা। মাথায় রয়েছে সোনালি ব্যান্ড। আর পরনে খোলামেলা পোশাক। এই বেশেই বেশ কয়েকটি ছবি দিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল পোস্ট করেছেন এই অভিনেত্রী। 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাপ্পা নির্মিত নতুন সিনেমা ‘নেগেটিভ’-এ সে আইটেম গার্ল হিসেবে ধরা দেবেন। একটি আইটেম গানে পারফর্ম করবেন। অনেকেই হয়তো জানেন না শ্রীলেখা মিত্র কিন্তু নাচে দারুণ পারদর্শী। এই নায়িকা কথক, ভরতনাট্যম, ইত্যাদির মতো ক্লাসিক্যাল ড্যান্স আয়ত্ত করেছেন। এইবার তার সেই অজানা দিক উঠে আসবে রঙ্গিন পর্দায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি বাপ্পার কথা শুনে অনেক হেসেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটা আমি ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে অনেক ভালোবাসি। কত্থক নাচ নিয়ে আমি পড়াশোনাও করেছি। এই আইটেম গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমারই করা।’

বিজ্ঞাপন

বাপ্পা পরিচালিত এই ছবিতে মূখ্য চরিত্রে কাজ করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে নতুন এই সিনেমাটির লুক। ছবিটির গল্পে একজন ফটোগ্রাফারের জীবন কাহিনি উঠে আসবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আইটেম গানে শ্রীলেখা মিত্র