Logo

তবে কি পরীমনির ঘাটে নাও ভিড়িয়েছে নতুন কোনো সওদাগর?

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ০৭:০৫
111Shares
তবে কি পরীমনির ঘাটে নাও ভিড়িয়েছে নতুন কোনো সওদাগর?
ছবি: সংগৃহীত

তাই হয়তো নতুন কোনো মানুষের ইঙ্গিত দিচ্ছেন ইশারায়

বিজ্ঞাপন

প্রেম, বিয়ে, সংসার, বিচ্ছেদ এসব নিয়েই কেটে যাচ্ছে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির দিনকাল। তবে এর বাইরেও তিনি একজন মা, সেটা সব সময়ই তার ভক্তদের স্বরণ করিয়ে দেন। আবার মাঝে মধ্যে তার আচরণে ফুটে উঠে পরী একজন প্রেমিকও বটে। এখন তার সন্তান ছাড়া তার কাছের মানুষ বলতে তেমন আর কেউ নেই। তাই হয়তো নতুন কোনো মানুষের ইঙ্গিত দিচ্ছেন ইশারায়। পরীমনির মনে মেঘ জমলে বাজ পড়ে সোশ্যাল মিডিয়ায়। রোদ উঠলেও ঝলমল করে ওঠে তার সোশ্যাল মাধ্যম। শেষকথা এ লাস্যময়ীর কিছু হলে আঁচ পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, কদিন ধরে সোশ্যাল হ্যান্ডেলে চোখ বুলিয়ে বোঝা যাচ্ছে এই নায়িকার মন উড়ু উড়ু। কিছু স্থিরচিত্র ও ভিডিওতে বেশ দুষ্টু মিষ্টিভাবে মেলে ধরছেন নিজেকে। হেসে ছড়াচ্ছেন হাওয়ায় মিঠাইয়ের মুগ্ধতা। কখনও দুলে উঠছেন ফুলের রাজ্যে। তার দেখে মনে হচ্ছে ডানা মেলে উড়ুছে রঙিন কোনো প্রজাপতি। আর ভিডিওতে কাশফুলের নরম ছোঁয়া তো নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া ছবিতে মুগ্ধতা ছড়িয়ে পরী ক্যাপশনে উসকে দিয়েছেন নতুন কৌতূহল। শনিবারের (৪ মে) ছবির ক্যাপশনে যোগ করেছেন নচিকেতার গানের কয়েক লাইন। ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি/তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/তুমি আসবে বলেই।’

সোমবার (৬ মে) ক্যাপশনে জুঁড়ে দিয়েছেন ক্বারী আমির উদ্দিনের লেখা একটি লোকজ গানের লাইন। সেটা এরকম, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়।’ সোমবারের ক্যাপশন দেখে-ই নড়েচড়ে বসেছিলেন নেটাজনতা। আজকের লাইনগুলো রীতিমতো নাড়িয়ে দিয়েছে তাদের। সবাই ভ্রু কুচকে ভাবছেন কারে দেখার মন চায় পরীমনির?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে কি ডানা কাটা পরীর ঘাটে নাও ভিড়িয়েছে নতুন কোনো সওদাগর। তার আগমনী ঘণ্টাই কি নেট পাড়ায় বাজাচ্ছেন লাস্যময়ী এই নায়িকা? তবে পুরো বিষয়টি রহস্যমণ্ডিত-ই রয়ে গেছে। কেননা শুধু ইঙ্গিত দিয়েই ক্ষান্ত হয়েছেন পরী। বিস্তারিত কোনো কিছুই যানাননি। তাই ধোঁয়াশায় থাকতে হচ্ছে তার সমস্ত অনুসারীদের। অবশ্য লাস্যময়ীরা একটু আধটু রহস্য করবেন এটাই স্বাভাবিক তায় নয়কি। এতে যেন তাদের সৌন্দর্য বাড়ে কয়েকগুণ।

বর্তমানে পরীমণির হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ব্যস্ত রয়েছেন টলিউডের একটি সিনেমা নিয়ে। ‘ফেলু বক্সী’ নামের সিনেমাটিতে তার বীপরিতে দেখাযাবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকে। এটি পরিচালনা করছেন কলকাতার দেবরাজ সিনহা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD