Logo

কী কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী?

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ০৫:১৮
50Shares
কী কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মিঠুন চক্রবর্তী?
ছবি: সংগৃহীত

‘আমি কখনোই দুটো কাজ একসঙ্গে করি না। আমার পার্টি হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ পর্যন্ত।

বিজ্ঞাপন

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ক্যারিয়ার জীবনে একাধিক হিট ছবি উপহার দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। 

সিনেমা জগৎ থেকে সরে রাজনীতির মাঠে সরব ছিলেন এ কিংবদন্তি অভিনেতা। সম্প্রতি বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তোপের মুখে পড়তে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে মিঠুনকে দেখে রীতিমতো ‘চোর’ ‘চোর’ বলে স্লোগান দিতে থাকে তারা।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে মিঠুন জানান, ‘আমি কখনোই দুটো কাজ একসঙ্গে করি না। আমার পার্টি হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ পর্যন্ত। সেটা করে দিয়েছি। এবার কাজ হলো, আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়া। তাই সিনেমার কথা বলব, রাজনীতির কোনো কথা বলব না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লম্বা বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন মিঠুন। বর্তমানে রাজ চক্রবর্তীর সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই সিনেমায় মিঠুনের সঙ্গে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। অন্যদিকে সোহমের প্রযোজনায় তৈরি একটি সিনেমাতেও দেখা যাবে মিঠুনকে।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD