তোপের মুখে বিজ্ঞাপনটি সরিয়ে ফেললো কোক

যে কথা প্রচলিত রয়েছে তা একেবার মিথ্যা, বিজ্ঞাপনে দাবি করা হয় এমনই।
বিজ্ঞাপন
তোপের মুখে অবশেষে কোকাকোলা তাদের আলোচিত সমালোচিত বিজ্ঞাপনটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে।
মঙ্গলবার (১১ জুন) সকাল থেকে কোকাকোলার চ্যানেলে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
কোকা-কোলা ইসরায়েলের একটি কোম্পানি-এমন একটি প্রচলিত কথা দেশের সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে বিষয়টি নিয়ে কোকা-কোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয়। বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়।
বিজ্ঞাপন
তবে এতে কোকাকোলা উল্লেখযোগ্যভাবে সফল হতে পারেনি। সবশেষে সরাসরি কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন বানাল, যেখানে স্পষ্ট করে বলে দিলো কোকাকোলা ১৯৩ টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবার মিথ্যা, বিজ্ঞাপনে দাবি করা হয় এমনই।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!
বিজ্ঞাপন
বিতর্কিত এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ বেশ কয়েকজন। সোমবার (১০ জুন) সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হলো একটা চুমুক দেন- তারপর সার্চ দেন। অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন-এমনই বক্তব্য।
কোকের নতুন বিজ্ঞাপনের পর আবারও বয়কটের ডাককোকের নতুন বিজ্ঞাপনের পর আবারও বয়কটের ডাক
বিজ্ঞাপন
ইতোমধ্যে বিজ্ঞাপনটি নিয়ে অভিনেতা শিমুল শর্মা ক্ষমা চেয়েছেন। এরপর থেকে কোকের সেই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া ও কোকাকোলার আন্তর্জাতিক চ্যানেলে দেখা যাচ্ছে না।
জেবি/এসবি