Logo

অসুস্থ ডিপজল, সবার কাছে চাইলেন দোয়া

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০৩:৫০
26Shares
অসুস্থ ডিপজল, সবার কাছে  চাইলেন দোয়া
ছবি: সংগৃহীত

কিৎসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে যাওয়ার।

বিজ্ঞাপন

ঢালিউড সিনেমার ‘মুভিলর্ড’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বর্তমানে পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। নতুন খবর হচ্ছে, এই অভিনেতা বাম চোখের সমস্যায় ভুগছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য যাবেন দেশের বাইরে। এ কারণে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ডিপজল সংবাদমাধ্যমকে বলেন, “চোখের সমস্যাটা বেশ ভোগাচ্ছে। ইতোমধ্যে দেশে চিকিৎসা করিয়েছি। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে যাওয়ার। তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাব।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, যাতে পুরোপুরি সুস্থ হতে পারি।”

বিজ্ঞাপন

এর আগে চিকিৎসা সেবা নিতে  ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গিয়েছিলেন ডিপজল। তবে সেখানকার চিকিৎসা ব্যবস্থায় তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এজন্য আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাবেন এই অভিনেতা। তারপর চিকিৎসা শেষে দেশে ফিরবেন চলতি মাসেই।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD