Logo

যেভাবে নারীদের মন জয় করেন, জানালেন শাহরুখ

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৪, ২১:৪৮
37Shares
যেভাবে নারীদের মন জয় করেন, জানালেন শাহরুখ
ছবি: সংগৃহীত

ছবিতে শাহরুখের রোমান্টিক অভিনয় করে কেড়ে নিয়েছে কোটি কোটি নারীর মন

বিজ্ঞাপন

বলিউড বাদশা শাহরুখ খানের নারী ভক্তের অন্ত নেই। তাকে একটু কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য নারী অনুরাগী। ছবিতে শাহরুখের রোমান্টিক অভিনয় করে কেড়ে নিয়েছে কোটি কোটি নারীর মন। বাস্তবেও নারীকে সম্মান করেন খুবই এই অভিনেতা। তিনি নাকি বুঝে গেছেন নারী কী চায়!

সঅম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, তিনি বুঝে গেছেন নারী কী চায়। এবং তিনি জানেন কীভাবে প্রেম করতে হয়। নারীরা তাকে কেন এতো পছন্দ করেন তাও নাকি জানেন এই অভিনেতা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 শাহরুখ খান বলেণ, “যেকোন বয়সের নারীর সঙ্গেই দেখা হোক না কেন আমি তাদের সম্মান করি আর এই কারণেই তারা আমাকে পছন্দ করেন। সারা জীবনে অনেক নারীর সঙ্গে কথা বলেছি, নেচেছি, কবিতা আবৃত্তি করেছি; মজা করেছি- কিন্তু তারা এসব কোনঅ কারণে নয়, আমার চেহারার কারণেও নয়; আমাকে পছন্দ করার কারণ হচ্ছে আমি তাদের সম্মান করতে জানি। এটাও ঠিক যে আমি জানি কীভাবে প্রেম করতে হয়।’

বিজ্ঞাপন

তবে তিনি এও বলেছেন, “নারী-পুরুষের সম্পর্কে জৈবিক চাহিদা থাকতেই পারে কিন্তু ভালোবাসার প্রথম শর্ত সম্মান।”

বিজ্ঞাপন

কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত শাহরুখ খান প্রতি সিনেমা করতে পারিশ্রমিক নেন দেড়শো কোটি রুপি। সবশেষে তাতে ডানকি সিনেমাতে দেখা গেছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD