Logo

হারানোর ক্ষত বুকে নিয়েই আনন্দটুকু উদযাপন করতে চাই: পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ২৪:৩৩
75Shares
হারানোর ক্ষত বুকে নিয়েই আনন্দটুকু উদযাপন করতে চাই: পরীমনি
ছবি: সংগৃহীত

নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের পাশাপাশি ছেলের ভিডিও কিংবা ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবা ফেসবুকে ছেলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

সেই ক্যাপশনে পরী লিখেছেন, “আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেনজানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়, খুশিতে, আনন্দে।”

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, “নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।”

বিজ্ঞাপন

সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা সবাই পরীমনির এই ভিডিওতে নানা ধরনের মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেছেন, শুভ জন্মদিন। চিত্রনায়িকা তানিন সুবহা লিখেছেন, হ্যাপি বার্থ ডে বাবা।

বিজ্ঞাপন

নিশাত নামে একজন লিখেছেন, শুভ জন্মদিন বাবা। বড় হও, ভালো মানুষ হও। মাকে আজীবন আগলে রাখো, এই দোয়া রইলো। মা কিন্তু তোমার জন্য অনেক কষ্ট করেছেন।

বিজ্ঞাপন

মৃত্তিকা জান্নাত লিখেছেন, শুভ জন্মদিন পরীর পূন্য। দীর্ঘজীবী হও, মানুষের মতো মানুষ হও। এই পৃথিবীতে আলোর বাহক হও। অনেক অনেক দোয়া রইলো মিষ্টি বাচ্চা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশিদিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাকে ঘিরে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD