Logo

আরাফাতের গ্রেফতারে মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০২:৪৬
74Shares
আরাফাতের গ্রেফতারে মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

বিজ্ঞাপন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেফতার হওয়ায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওয়ানা হয়েছেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (২৭ আগস্ট) হিরো আলম জানিয়েছেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নামে হত্যাচেষ্টা মামলা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন তাকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

বিজ্ঞাপন

এবার নতুন করে সেই প্রসঙ্গ হিরো আলম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হিরো আলম বলেন, “আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD