Logo

নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৬:৫২
65Shares
নতুন পরিচয়ে পর্দায় হাজির হচ্ছেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই নায়িকা

বিজ্ঞাপন

নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

যেখানে সংবাদমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই নায়িকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘এতদিন যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, এবার আমি তাদেরকে প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা আমার জন্য। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে এটা নিয়ে।’

কাদেরকে অতিথি হিসেবে আনবেন, সেটাও জানিয়েছেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই চিত্রনায়িকা। অপুর কথায়, ‘প্রথম ধাপে সংবাদমাধ্যমকর্মী ও সিনেমার পরিচালকদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। আর এতে দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশিত হবে। যেখানে দর্শকরা-শ্রোতারা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD