Logo

কে ছিলেন পরীর ক্রাশ! প্রথম প্রেমে পড়েছিলেন কবে?

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৪, ২৪:৪২
42Shares
কে ছিলেন পরীর ক্রাশ! প্রথম প্রেমে পড়েছিলেন কবে?
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেও অনেক সময় নিজের নানন ধরণের অনুভূতির কথা গুলো ভাগাভাগি করে থাকেন।

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তার ব্যক্তিজীবন জাপন নিয়ে অনুরাগীদের কৌতূহল, আগ্রহ- কমবেশি দেখা যায়। পরীমনি নিজেও ভক্তদের কাছে নিজেকে নিয়ে তেমন কিছু আড়াল করেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেও অনেক সময় নিজের নানন ধরণের অনুভূতির কথা গুলো ভাগাভাগি করে থাকেন।

বিজ্ঞাপন

পরীমনি তার ব্যক্তিজীবনে অনেক প্রেমে জড়িয়েছেন। করেছেন একাধিক বিয়েও। বলা যায়, সঙ্গী পালটে সহসাই থামেননি পরী,  যা কারোই অজানা নয়।

বিজ্ঞাপন

এবার এক সাক্ষাৎকারে পরী জানালেন তার জীবনের  প্রথম সবকিছু নিয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উঠে আসে তার বিস্তারিত। অভিনেত্রী জানান, জীবনের প্রথম দিকে অনেক খারাপ কিছু হলে তার কোনো আবেগ কাজ করে না, তবে যদি দারুণ কিছু হয় তাহলে সেটা সারাজীবন থেকে যায়।

এ সময় এই অভিনেত্রীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম সিনেমা মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর তখন অকপটে দেন পরি।

বিজ্ঞাপন

প্রথম ক্রাশ কে, জবাবে পরীমনি বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ বলে রাখা, পরীমণি সেই রণিত রায়ের কথাই হয়তো উল্লেখ করেছেন, যিনি একজন ভারতীয় অভিনেতা। ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবেও যার পরিচিতি রয়েছে।

বিজ্ঞাপন

এরপর তার জিবনে প্রথম প্রেম কবে এসেছিল, জানতে চাইলে পরী বলেন, ‘২০১৪!’ এ সময় পরীর বয়স কত ছিল, এ প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ‘এটা তো হিসেব করে বলতে হবে।’ সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, উত্তরে পরিমণী বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’ সাক্ষাৎকারে আরও জানান, তার জীবনের প্রথম আয় ছিল ২১ হাজার টাকা।

যখন প্রথম সিনেমা মুক্তি হয়, তখনকার অনুভূতি নিয়ে অভিনেত্রী বলেন, ‘ওইটা একটা অন্যরকম জোশ। আমি তখন আউটডোরে ছিলাম, একটা সিনেমার শ্যুটিংয়ে, আমার কো আর্টিস্ট ছিলেন শাকিব খান। এরপরে ওই সময়, ওই সেটে থাকাকালীন আমার সিনেমা রিলিজ হয়। তখন শাকিব খান জিজ্ঞাসা করেন, কেমন লাগে, হিরোইন? আজকে থেকে হিরোইন’ -হাসতে হাসতে বললেন পরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীমণি আরও বলেন, ‘তখন হার্টবিটটা বেড়ে গিয়েছিল, কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে একরকম ভালোলাগা, একরকম এক্সাইটমেন্ট, একরকম নার্ভাসনেস, এইতো!’

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD