Logo

ফুলকপি চাষ করছেন জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৯
56Shares
ফুলকপি চাষ করছেন জয়া আহসান
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মফেয়ারে উপস্থিত হয়েছিলেন নায়কা।

বিজ্ঞাপন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মফেয়ারে উপস্থিত হয়েছিলেন নায়কা। সেখানে জামদানি পোশাক কিছুটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনা, কটাক্ষের মুখে পড়েন এই অভেনেত্রী।

বিজ্ঞাপন

সেই রেশ না কেটে উটতে এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী। তবে এবার কোনো সাজ অথবা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্ন রকম কাজে ব্যস্ত রেখে জানান দিলেন, শহরের জাঁকজমক থেকে বের হয়ে প্রকৃতিকে নিয়েও সঙ্গ দেওয়া উচিৎ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একটি রিলস ভিডিওতে চোখ আটকে পড়ে নেটিজেনদের। সেখানে অভিনেত্রীকে দেখা যায় ভিন্নভাবে। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই ব্যস্ত হয়ে পড়েছেন হাতে কাস্তে  নিয়ে সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে: সব যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

বিজ্ঞাপন

যদিও সবজির খামারটা কার বা কোথায়, এ বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া আহসান। তবে ভিডিওতে অভিনেত্রীেকে  

তখণ হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায়। কেউ একজন তার ভিডিও করে দিলেও সেখানে একা ছিলেন না অভিনেত্রী। জয়ার সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও।

বিজ্ঞাপন

সেই ভিডিওতে ক্যাপশনে জয়া আহসান লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

বিজ্ঞাপন

তবে ভিডিওটি দেখে জয়া আহসানের ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের মধ্যে কেউ কেউ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD