আমি আলোর পথে হেঁটে যাচ্ছি’: হিনা খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪


আমি আলোর পথে হেঁটে যাচ্ছি’: হিনা খান
সংগৃহীত

দিন দিন মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বিদ্ধি পেয়েই চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়েনি বড় তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। 


আরও পড়ুন: নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া


ক্যান্সারে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একের পরে এক কেমো নেওয়া— সমস্ত ঘটনাই সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন। তিনি ক্যামেরার সামনে বসেই নিজের মাথার চুল কেটেছিলেন। আর সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। 


এত কষ্ট যন্ত্রণার মাঝেও কাজ থামাননি অভিনেত্রী । সম্প্রতি ‘বিগ বস্ ১৮’-এর মঞ্চে দেখা মিলেছে তার। যদিও আজকাল চলাফেরা করতে অসুবিধা হয় এই অভিনেত্রীর। সম্প্রতি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। 


সেখানে দেখা যায়, হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন হিনা। এক হাতে ক্যাথিটার এবং অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই লাগানো আছে নল। মাথাটা ঢাকা টুপি দিয়ে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে। প্রার্থনা করবেন।’



হিনার এই পোস্টে তাকে সাহস দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো জনপ্রিয় তারকারা। কয়েক মাস আগে হিনা নিজেই ঘোষণা করেছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন। 


আরও পড়ুন: মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এর রেকর্ড


উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হিনা। 


এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন হিনা। 


এসডি/