নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৪
দীর্ঘদিন ধরেই গুঞ্জন উঠেছে, ১৭ বছরের দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের নিয়ে বি-টাউনে যেন জল্পনার নাশ নেই, বারবার বিচ্ছেদ সন্দেহে নাম উঠে আসছে এই জুটির। আর কেনই বা চর্চা হবে না, ইদানীং বচ্চনদের কোনো পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় না অভিনেত্রীকে।
আরওপড়ুন: ডিভোর্স জল্পনার মাঝে গোপন সাক্ষাৎ অভিষেক-ঐশ্বরিয়ার
এদিকে আবার বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। ফলে বচ্চন পরিবারের বিচ্ছেদ জল্পনা যেন আর চাউর হয়ের। যদিও এখন পযর্ন্ত এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি অভিষেক-ঐশ্বরিয়ার কেউই।
এসব জল্পনাকে তোয়াক্কা না করে কাজে ফিরলেন ঐশ্বরিয়া। তবে কি বড় পর্দায় আসছেন অভিনেত্রী? এ নিয়ে যেন আরেক জল্পনা!
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে চর্চা শুরু ঐশ্বরিয়ার জীবন নিয়ে। এতে স্পষ্ট, নিশ্চয়ই এবার নতুন অধ্যায়ে পা রাখছেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়া কাজে ফেরার ইঙ্গিতটি স্পষ্ট করেন রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব। তিনি ঐশ্বরিয়ার সঙ্গে একটি শ্যুটিং স্পট থেকে তোলেন। আর সেই ছবি ভাইরাল হতেই ঐশ্বরিয়ার ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা।
আরও পড়ুন: মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এর রেকর্ড
সেই পোস্টে জ্যাকব লেখেন, ‘কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।’ তবে কী কাজ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে বলিউডে ফেরার খবরে আনন্দিত ঐশ্বরিয়ার ভক্তরা, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।
এসডি/