Logo

ফোবানা সম্মেলনে প্রথমবার মঞ্চে উঠছেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ২৩:২৮
48Shares
ফোবানা সম্মেলনে প্রথমবার মঞ্চে উঠছেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উত্তর আমেরিকার বৃহত্তম বাঙালি সংগঠন ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো উত্তর আমেরিকার বৃহত্তম বাঙালি সংগঠন ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিতব্য এই সম্মেলন চলবে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী আয়োজনে ৩১ আগস্ট মঞ্চে উঠবেন তিনি।

এর আগে বিভিন্ন দেশে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জায়েদ খান। এমনকি কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন তিনি। তবে বাঙালি অধ্যুষিত মন্ট্রিয়েলের মঞ্চে এবারই তার প্রথম উপস্থিতি হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এখানে পারফর্ম করতে পারা আমার জন্য সম্মানের। আরও অনেক খ্যাতিমান শিল্পীও এই মঞ্চে থাকবেন। আশা করি অনুষ্ঠানটি দারুণ সফল হবে।”

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) আয়োজিত এ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD