অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা জানালেন অভিনেত্রী দীপিকা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৯ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা জানালেন অভিনেত্রী দীপিকা
ছবি: সংগৃহীত

যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর। গত মে মাসে নিজেই অসুস্থতার খবর প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকে সামাজিক মাধ্যমে চিকিৎসা ও শারীরিক কষ্টের অভিজ্ঞতা শেয়ার করে আসছেন এ অভিনেত্রী। ইতোমধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।


অস্ত্রোপচারের পর ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ শঙ্কিত ছিলেন তিনি। তবে দীপিকার স্বামী শোয়েব জানিয়েছেন, বড় কোনো জটিলতা দেখা না দিলেও ক্লান্তি ও ধকল এখন নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে তার।


আরও পড়ুন: অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে নতুন মোড়


সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দীপিকা লেখেন, চিকিৎসার যন্ত্রণা বাড়লে একসময় ছোট ছোট কাজও অসহনীয় মনে হয়। তিনি জানান, চিকিৎসক তাকে সক্রিয় থাকতে বলেছেন। যদিও শরীর আগের মতো সাড়া দিচ্ছে না।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অস্ত্রোপচারের পর জীবন একেবারেই বদলে গেছে। আগে কখনো বসে থাকতেন না, চাই সেটা অভিনয় হোক কিংবা ঘরের কাজ। কিন্তু এখন শরীর বিশ্রামের দাবিই জানাচ্ছে বারবার। এরই মধ্যে এমন একটি দিনের ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।


এএস