অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুতে নতুন মোড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১৫ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

পাকিস্তানের করাচিতে অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। করাচির একটি স্থানীয় আদালত ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দিয়েছে। ফলে পুলিশকে এখন আরও বিস্তৃত তদন্ত চালাতে হবে।
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) আইনজীবী ও পুলিশের প্রতিবেদন পর্যালোচনা করে জানান, প্রাপ্ত প্রমাণে ইঙ্গিত মিলছে যে হুমাইরার মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি হত্যা হতে পারে। আদালত তাই হুমাইরার পরিবার ও রাষ্ট্রের পক্ষ থেকে এফআইআর দায়েরের নির্দেশ দেন।
আরও পড়ুন: শুটিং সেটে অজ্ঞান অভিনেত্রী সাবা কামার
গত ৮ জুলাই করাচির ডিফেঞ্চ ফেজ-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে হুমাইরার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায়, তার মৃত্যু প্রায় আট মাস আগে হয়েছিল। মরদেহ সংরক্ষণে সমুদ্র লবণ ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীরা জানান, মৃত্যুর আগে তিনি আর্থিক সমস্যায় ভুগছিলেন। শেষবার তাকে দেখা যায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এক ফটোশ্যুটে।
তার মোবাইল ফোন অক্টোবর ২০২৪ পর্যন্ত সচল থাকলেও কোনো কল রিসিভ করা হয়নি। সেই সময় হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবিও সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় তার পরিবার, ঘনিষ্ঠজন ও সংশ্লিষ্ট মেকআপ আর্টিস্টসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: থ্রি ইডিয়টস’-এর অভিনেতা অচ্যুত পোতদার আর নেই
১৯৯২ সালের ১০ অক্টোবর লাহোরে জন্ম নেওয়া হুমাইরা ছিলেন অভিনেত্রী, চিত্রশিল্পী ও ভাস্কর। ন্যাশনাল কলেজ অব আর্টস থেকে ডিগ্রি সম্পন্ন করার পর তিনি অভিনয়ে যুক্ত হন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জলাইবি (২০১৫) ও তামাশা ঘর (২০২২)।
আদালতের নির্দেশের পর মামলাটি নতুন মোড় নিয়েছে। এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এএস