Logo

দেব-ইধিকার ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় জল্পনা, প্রেমের গুজব কি সত্যি?

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২৩:৪০
33Shares
দেব-ইধিকার ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় জল্পনা, প্রেমের গুজব কি সত্যি?
ছবি: সংগৃহীত

দেব-ইধিকার ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় জল্পনা, প্রেমের গুজব কি সত্যি?

বিজ্ঞাপন

টলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জুটির নাম যদি একটিই বলতে হয়, তবে তা নিঃসন্দেহে দেব ও ইধিকা পাল। একের পর এক সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে, আর তারই জেরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও এই দুই তারকার 'ঘনিষ্ঠতা' নিয়ে মুখরিত হয়ে উঠেছে টলিপাড়া।

বিজ্ঞাপন

শুরুটা হয়েছিল ‘খাদান’ সিনেমা দিয়ে। সেখানে দেব-ইধিকার জুটি দর্শকের মন জয় করে। এরপর আরও দুটি সিনেমা‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি ২’-এ একসঙ্গে দেখা যাবে তাদের। এর মধ্যে রঘু ডাকাত এর শুটিং শেষ, আর প্রজাপতি ২ এর কাজ চলছে।

এত ঘন ঘন একসঙ্গে কাজ এবং ঘনিষ্ঠতা থেকেই জন্ম নিয়েছে নতুন গুঞ্জন—দেব ও ইধিকার সম্পর্ক কি শুধুই পেশাগত? নাকি পর্দার বাইরেও কিছু চলছে?

বিজ্ঞাপন

তবে টলিউডে গুঞ্জন, শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও নাকি কাছাকাছি আসছেন দেব ও ইধিকা। এমনকি দেব-রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবরও একাধিকবার উঠে এসেছে মিডিয়ায়। মাঝখানে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছিলেন বলেও আলোচনা ছড়ায়, যদিও পরে তা ‘টেকনিক্যাল গ্লিচ’ বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি প্রশ্ন করা হয় দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জবাবে তিনি বলেন, ‘আমি এসব নিয়ে কখনো ভাবিইনি। এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদেরও এসব নিয়ে ভাবায় না, তাহলে আমাকে কেন ভাবাবে?’

বিজ্ঞাপন

ইধিকার পালের অভিনয়যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দায়। তবে বড় পর্দায় প্রথম কাজ ছিল বাংলাদেশের সিনেমা ‘প্রিয়তমা’, যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। এরপরই টলিউডে খাদান দিয়ে বড় সুযোগ পান। আর সেখান থেকেই দেব-ইধিকার জুটিকে ঘিরে গুঞ্জন তুঙ্গে উঠতে থাকে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD