Logo

আইফোন ১৭ পেয়ে অনেক আনন্দিত তাসনিয়া ফারিণ

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫৮
13Shares
আইফোন ১৭ পেয়ে অনেক আনন্দিত তাসনিয়া ফারিণ
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সরব থাকেন।

বিজ্ঞাপন

যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করে থাকেন। এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যেখানে তাকে দেখা যায়, আইফোন ১৭ পেয়ে অনেক আনন্দিত হয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফার উপর বসে একটি কালো টপ এবং প্রিন্টের স্কার্ট পরে আছেন। ফারিণের খোলা চুল মিষ্টি হাসিতে আইফোনটি ১৭ হাতে ধরা দিয়েছেন।

বিজ্ঞাপন

ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘পেয়েছি।’ এদিকে কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের ভাষায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের পথচলা শুরু হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD