বিজয়ের বাসায় বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা ও সদ্য রাজনীতিতে প্রবেশ করা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি পাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবার মুখ খুললেন রাশমিকা মান্দানা
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চেন্নাই পুলিশ এক অজ্ঞাত ফোন কল পায়, যেখানে হুমকি দেওয়া হয়- ভবিষ্যতে বিজয় যদি আর কোনও জনসভা করেন, তবে তার নীলাঙ্কারাই এলাকায় অবস্থিত বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এই হুমকির পরপরই বিজয়ের বাসভবনের চারপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং বোম স্কোয়াড দ্বারা তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চেন্নাই পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া ফোনটি এসেছিল কন্যাকুমারী থেকে। কলারের অবস্থান ট্র্যাক করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, এটি কোনও প্র্যাঙ্ক কল বা মিথ্যা হুমকি হতে পারে। তবুও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
আরও পড়ুন: হানিয়ার পর বাংলাদেশে আসছেন আহাদ রাজা মীর
উল্লেখ্য, সম্প্রতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম-এর এক জনসভায় দুর্ঘটনায় ৪১ জন নিহত হওয়ায় তামিলনাড়ুতে তার রাজনীতিকে কেন্দ্র করে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। নতুন এই হুমকি তার সমর্থক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বিজ্ঞাপন