মক্কায় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে হৃদয় ছোঁয়া মুহূর্তে অভিনেতা ফারহান

ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান বর্তমানে রয়েছেন পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে। ব্যস্ত অভিনয়জীবন থেকে কিছুদিন বিরতি নিয়ে এই ধর্মীয় দায়িত্ব পালনে গেছেন তিনি।
বিজ্ঞাপন
ওমরাহ পালনকালে কাবা শরীফের সামনে ইহরাম পরিহিত অবস্থায় একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন ফারহান। সেখানে আবেগভরা কণ্ঠে তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। সবাই আমার জন্য দোয়া করবেন।”
বিজ্ঞাপন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তরা মন্তব্যে শুভকামনা ও ভালোবাসা জানাতে থাকেন।
এরই মধ্যে মক্কার একটি নতুন ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কিছু পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন ফারহান, তাদের সঙ্গে ছবি তুলছেন ও জড়িয়ে ধরছেন। সেই উষ্ণ মুহূর্ত ছুঁয়ে গেছে অসংখ্য দর্শকের মন।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের প্রশংসার বন্যা বইছে। এক ভক্ত লিখেছেন, “মানবিক মানুষ ফারহান, আল্লাহ তাকে আরও বরকত দান করুন।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, অভিনেতা মুশফিক আর ফারহান প্রায়ই মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। বিশেষ দিনগুলোতে এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো তার অভ্যাসে পরিণত হয়েছে। জন্মদিনেও তিনি এতিমখানায় গিয়ে শিশুদের সঙ্গে খেলা, খাওয়া ও আনন্দ ভাগ করে নেন।
ফারহান চলতি মাসের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই তিনি নতুন একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।