সাফার গ্ল্যামার লুকে মুগ্ধ অনুরাগীরা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আবারও সামাজিক মাধ্যমে ভক্তদের মুগ্ধ করলেন তার নতুন গ্ল্যামারাস লুকে। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে শুক্রবার ব্যাংককের এক ক্যাফে থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায়।
বিজ্ঞাপন
সাফার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের ফ্লোয়িং গাউন, পাতার মতো নকশায় সাজানো লম্বা স্কার্ট ও ঢিলে হাতা যুক্ত পোশাকটি তাকে করেছে আরও আকর্ষণীয়। তারার ডিজাইনের কানের দুল, খোলা চুল এবং হালকা মেকআপের সঙ্গে পুরো সাজে ছিল একধরনের স্বতঃস্ফূর্ত সৌন্দর্য।
বিজ্ঞাপন

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা লিখেছেন, ‘শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি। একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা, এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না।’
বিজ্ঞাপন
বলা বাহুল্য, ভক্তরা তার এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। একজন লিখেছেন, ‘চমৎকার রকমের সুন্দর’, আরেক নেটিজেন লিখেছেন, ‘আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।’

এদিকে, বিগত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন সাফা কবির। সময়টা তার জন্য কঠিনই ছিলো বলা যায়। আপাতত নাটক-সিনেমা নিয়ে তার নতুন কাজের খবরও তেমনও নেই।
বিজ্ঞাপন