অমিতাভের নাতির সঙ্গে শাহরুখ কন্যার ঘনিষ্ঠ মুহূর্ত, ভিডিও ভাইরাল

বলিউডের জনপ্রিয় দুই তারকা পরিবারের নতুন প্রজন্ম আবারও আলোচনায়। শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা সম্প্রতি মুম্বাইয়ের এক পার্টিতে একসঙ্গে নাচার মুহূর্তে ধরা পড়েছেন।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা গেছে, সুহানা অগস্ত্যার সঙ্গে ‘কাজরা রে’ গানের তালে তাল মিলাচ্ছেন। উপস্থিত ছিলেন শ্বেতা বচ্চনও। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিন ধরেই বলিউড মহলে সুহানা-অগস্ত্যার বন্ধুত্ব ও সম্ভাব্য রসায়ন নিয়ে আলোচনা চলছে। তবে উভয়েই এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দূরত্ব আজ কোনো বাধাই নয় : অপু বিশ্বাস
দুই নবাগত এই তারকা ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। মিউজিক্যাল কমেডি ধাঁচের ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও, এই পারফরম্যান্স তাদের আলোচনায় বিশেষভাবে এনেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই নাচের দৃশ্য আরও জোরালো করে দিয়েছে তাদের প্রেমের গুঞ্জনের সম্ভাবনা।