মালাইকার নাচ নিয়ে ছেলের খোলামেলা প্রতিক্রিয়া

বলিউডের স্টাইল আইকন মালাইকা আরোরা আবারও আলোচনায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ ছবির নতুন আইটেম গান ‘পয়জন বেবি’তে কোমর দোলাতে দেখা গেছে ৫২ বছর বয়সী এই অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
মালাইকার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে, কিন্তু তাঁর ছেলে আরহান খান একটু ভিন্নমত পোষণ করেছেন।
মালাইকা জানালেন, গানটি দেখার পর আরহান ঠাট্টার স্বরে বলেছিল, “মা, তুমি কি এভাবে নাচোও!” তবে অভিনেত্রী শীঘ্রই ব্যাখ্যা করেন, এটি কেবল মজা করেই করা মন্তব্য।
বিজ্ঞাপন
ছেলের নৃত্যদক্ষতাকেও তিনি গর্বের সঙ্গে স্মরণ করেন। মালাইকা বলেন, “আরহান শুধু সমালোচক নয়, ও নিজেও চমৎকার নৃত্যশিল্পী। এটা হয়তো আমার কাছ থেকে এসেছে।”
মালাইকা আরও জানান, মাঝে মাঝে তারা একসঙ্গে নাচের আনন্দ ভাগাভাগি করেন, যেমন ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সময়।
বিজ্ঞাপন
আরহান খান বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিজের নৃত্যশিল্পী পরিচয়ও গড়ে তুলছেন এবং ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ চোখে পড়ার মতো।