Logo

তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া আহসান

profile picture
বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৫, ১৫:২৮
4Shares
তার পাপ হবে, আমার কিছুই হবে না: জয়া আহসান
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান আবারও আলোচনায়। সিনেমার পর্দা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, দু’জায়গাতেই সমান স্বতঃস্ফূর্ত এই অভিনেত্রী। তবে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থাকার কারণে মাঝে মাঝে নেতিবাচক মন্তব্যের মুখোমুখিও হতে হয় তাকে।

বিজ্ঞাপন

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে অংশ নিয়ে এমন অভিজ্ঞতা ও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জয়া। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আয়োজিত এ পডকাস্টে অতিথি হয়ে হাজির হয়েছিলেন তিনি।

বুলিং প্রসঙ্গে জয়া বলেন, “আমি সাধারণত সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স পড়ি না। কিন্তু কখনো যখন চোখে পড়ে, খারাপ লাগে তাদের জন্য যারা অশোভন মন্তব্য করে আনন্দ পান। একদিন তারা চলে যাবেন, কিন্তু সেই কথাগুলো থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।”

বিজ্ঞাপন

শুধু বর্তমান নয়, অতীতের প্রতিও নিজের গভীর টান রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “আমি পুরনো জিনিসে বাঁচি। আমার কাছে অতীত মানে কেবল ইতিহাস নয়, বরং ভবিষ্যতের সেতুবন্ধন।”

এ ছাড়াও আসন্ন দুর্গাপূজায় কলকাতায় থাকার পরিকল্পনার কথাও জানান অভিনেত্রী। তার ভাষায়, “কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ির মতো।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। এটি প্রচারিত হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়—মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD