দীপিকা পাড়ুকোনের কণ্ঠ এবার মেটা এআই-তে

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল আয়োজনকারী দেশ যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে রয়েছে কানাডা ও মেক্সিকো। এই বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ফিফা এসব শহরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছে।
বিজ্ঞাপন
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার নতুন ভূমিকায়। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’-এর নতুন কণ্ঠস্বর হিসেবে যুক্ত হচ্ছেন।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানান, এটি তার জন্য দারুণ অভিজ্ঞতা। তিনি বলেন, “হাই, আমি দীপিকা পাড়ুকোন, এখন আমি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর।” তাঁর কণ্ঠটি ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শোনা যাবে।
বিজ্ঞাপন
দীপিকা ভারতীয় প্রথম তারকা যিনি এই প্রোজেক্টে অংশ নিলেন। এর পাশাপাশি হলিউড তারকা অকওয়াফিনা ও জুডি ডেঞ্চও মেটা এআই-এর জন্য তাদের কণ্ঠ দিয়েছেন। ব্যবহারকারীরা মেটা এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এই পরিচিত কণ্ঠ শুনতে পারবেন।
মেটা এআই মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সঙ্গে সংযুক্ত একটি চ্যাটবট ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট।