৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়: সাইমা কুরেশি

বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি বলেন, “আমার বিশ্বাস, প্রায় ৯৫ শতাংশ পুরুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে দ্বিতীয় বিয়ে করতে চায়।”
বিজ্ঞাপন
তার মতে, যেসব পুরুষ গোপনে সম্পর্ক গড়েন বা পরকীয়ায় জড়ান, তাদের উচিত সাহস করে বৈধভাবে বিয়ে করা। সাইমার ভাষায়, “গোপন সম্পর্কে জড়ানোর চেয়ে দ্বিতীয় বিয়ে অনেক বেশি দায়িত্বশীল ও সৎ সিদ্ধান্ত। কারণ, একজনের ভুল আচরণ শুধু সম্পর্কই নয়, পুরো পরিবারকেও বিপদে ফেলে।”
তিনি আরও বলেন, সমাজে দ্বিতীয় বিয়েকে যে নেতিবাচকভাবে দেখা হয়, সেটি অযৌক্তিক। “যদি একজন পুরুষ সৎভাবে দ্বিতীয়বার বিয়ে করেন, সেটা কেন খারাপ হবে? পরকীয়ার চেয়ে এটা অনেক ভালো পথ,”— বলেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সাইমা কুরেশির পরামর্শ, পুরুষদের উচিত স্পষ্ট ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া, এবং ব্যক্তিগত চাহিদা পূরণের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া, সামাজিক চাপে নয়।
তার এই মন্তব্য প্রকাশের পর পাকিস্তানসহ আন্তর্জাতিক পরিসরেও শুরু হয়েছে তর্ক-বিতর্ক। কেউ কেউ তার বক্তব্যের পক্ষে ধর্মীয় ও সামাজিক যুক্তি তুলে ধরছেন, আবার অনেকেই বলছেন— এমন মন্তব্য নারীর মর্যাদা ও সমতার প্রশ্নে আঘাত হানে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ৫১ বছর বয়সী সাইমা কুরেশি পাকিস্তানি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রোজিনার কন্যা। ২০০৫ সালে তিনি বিখ্যাত পরিচালক সৈয়দ নূরকে বিয়ে করেন, তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান দানিয়াল খান, যিনি ইতোমধ্যে অভিনয় জগতে কাজ শুরু করেছেন।