জন্মদিনে স্ত্রীর শুভেচ্ছায় সিক্ত হাবিব ওয়াহিদ

বাংলাদেশের আধুনিক সংগীতের পথিকৃৎ হাবিব ওয়াহিদের আজ (১৫ অক্টোবর) জন্মদিন। দুই দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে রাজত্ব করা এই জনপ্রিয় শিল্পীকে দিনটি ঘিরে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।
বিজ্ঞাপন
বিশেষ এই দিনে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা জানাতে ভোররাতেই সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী শিফা।
তিনি হাবিবের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে লেখেন, “আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা।” ছবিগুলোতে দেখা যায়, নতুন হেয়ারস্টাইল ও সানগ্লাসে এক ভিন্ন আঙ্গিকে হাবিবকে; পাশে প্রাণচঞ্চল শিফা।
বিজ্ঞাপন
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন এই জুটিকে।
২০০৩ সালে ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আলোচনায় আসেন হাবিব ওয়াহিদ। বাংলা লোকগানের সঙ্গে আধুনিক সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি তৈরি করেন এক নতুন ধারা, যা আজও শ্রোতাদের মন জয় করে আছে। তার হাত ধরে উঠে এসেছেন বহু নতুন শিল্পী ও সংগীত পরিচালকও।
বিজ্ঞাপন
১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া এই শিল্পী আজ পা রাখলেন জীবনের ৪৭ বছরে। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় প্রকাশিত ‘মহাজাদু’ গান দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি, যেন ভক্তদের কাছে ফিরে এলেন সেই পুরোনো হাবিব—ফিউশনের জাদুকর।