৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়: সাইমা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে তার বিয়ে ও সম্পর্ক সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি দাবি করেন- ‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়।’
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে সাইমা কুরেশি বলেন, যেসব পুরুষ পরকীয়ায় আগ্রহী, তাদের উচিত দায়িত্বশীলভাবে বৈধভাবে বিয়ে করা। কারণ তাদের বেপরোয়া আচরণের কারণে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে।
তিনি আরও বলেন, কারো অনুভূতি নিয়ে খেলার চেয়ে, একজন পুরুষের দ্বিতীয়বার বৈধভাবে বিয়ে করা অনেক ভালো। গোপন সম্পর্কের চেয়ে দ্বিতীয় বিয়েই সঠিক। সাইমা প্রশ্ন তুলেছেন, “একজন পুরুষ যদি দ্বিতীয়বার বিয়ে করেন, তাহলে কেন তা পরকীয়ার চেয়ে খারাপ হিসেবে বিবেচিত হয়?”
বিজ্ঞাপন
পুরুষদের উদ্দেশে অভিনেত্রীর পরামর্শ, পরিষ্কার ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকুন। ব্যক্তিগত চাহিদা ধর্মীয় নীতিমালার ভিত্তিতে পূরণ করা উচিত, সমাজের চাপে নয়।
সাইমার মন্তব্য প্রকাশের পর পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যায়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার বক্তব্যকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করছেন, আবার অনেকে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী সাইমা কুরেশি পাকিস্তানি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী, যিনি জনপ্রিয় অভিনেত্রী রোজিনার কন্যা। ২০০৫ সালে তিনি পরিচালক সৈয়দ নূরকে বিয়ে করেন, তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। দম্পতির এক পুত্র সন্তান দানিয়াল খান, যিনি ইতোমধ্যেই অভিনয়ে পা রেখেছেন।
বিজ্ঞাপন